Site icon আলাপী মন

যুগান্তরে

যুগান্তরে
শ্রী ভট্টাচার্য্য দে

 

অভিমানী কালিন্দির কালো জলে ডুবে যেতে যেতে,
দিগন্তপারে দেখেছিলাম রাঙা সূর্যোদয়।
ঠোঁট অস্ফুটে জিজ্ঞাসা করেছিল,
এই কি সেই চিরকাঙ্খিত অমলিন ভোর?

কালিয়ের বংশধরেরা
তখনও ফনার বিস্তার সাজিয়ে প্রস্তুত;
রমনসুখের আধিপত্য গড়ে তুলবে বলে!

দিনের আলো যত স্পষ্ট হয়,
কোন এক নাম না জানা ঘাট থেকে
মাটির কলসী ভেসে যেতে দেখা যায়।

কালিন্দির জল কোনওদিনই
আঁধারমুক্ত হয় না!

Exit mobile version