Site icon আলাপী মন

অনুতাপ

অনুতাপ

-অজয় চৌবে

 

 

অসীম আকাশের পানে চেয়ে বললাম, -আমি আত্মমূখি,

তোমার মতো সবার কাছে হতে পারিনি মহৎ উদার,

অকৃপণ বাতাসের দমকা হাওয়ায় দুই হাত মেলে বললাম, -আমি ভীষণ কৃপণ,

তোমার মতো সবার কাছে হতে পারিনি মিলেমিশে একাকার।
উত্তপ্ত সূর্যর পানে একদৃষ্টে চাইতে না পেরে ভীষণ লজ্জিত হয়ে বললাম, -আমি ভীরু কাপুরুষ,

হতে পারিনি তোমার মতো তেজদীপ্ত মহান,

মাটির দিকে মাথানত করে বললাম, -তোমার বুকে সোনা আছে জানি তবুও আমি অলস পরিশ্রম -বিমুখ,

পারিনি ! দিতে পারিনি তোমার মতো সবাইকে কৃতজ্ঞতার প্রতিদান।

Exit mobile version