আবেগের শিকল
-উপমা কন্ডু
জ্বলে বুকে দাবানলের হোমশিখা,
মুখে নির্মল হাসি।
তুই আমি একসাথে লেখা,
নদীর পাড়ে পাশাপাশি।
যদি আমি হই তুই,
আর তুই হবি আমি।
অভিধানের নতুন শব্দের ভিড়ে,
আমরাও গল্প হতে পারি।
আমার একটা তুই আছে,
তোর আছে আবেগ মোড়া বাবুই
তুই অমাবস্যার জোনাকি হলে,
ঘর সাজাতে পারি।
সোনা লোহার ফারাক বুঝিনা
মানুষ, অমানুষ গুলিয়ে ফেলি।
আমার আছে ছোট্ট জানলা
আর পরিচিত হাতছানি।
যদি হতে চাস পাখি….
রাখবনা কোন খাঁচা।
শুধু হোসনা পরিযায়ী…
আমি তোর খেয়ালেই বাঁধা।।