Site icon আলাপী মন

কেন?

কেন??
-শিবব্রত গুহ

 

 

কেন ধনীদের ধনসম্পদ শুধুই চলে বেড়ে?
কেন গরীব মানুষ না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরে?
কেন বেকার যুবক হাজার চেষ্টা করেও একটা চাকরী পায়না?
কেন বেকার যুবকের জীবনে জুড়ে শুধুই জ্বালা আর যন্ত্রণা?
কেন হাসপাতালের ডাক্তারেরা রোগীদের নিয়ে ব্যবসা চালিয়ে যায়?
কেন রোগীর মৃতদেহ অকারণে আটকে রেখে তারা মুনাফা কামায়?
কেন সমাজের বুকে প্রতিপদে নারীকে ধর্ষিতা, লাঞ্ছিতা হতে হয়?
বলতে পারো সন্ত্রাসবাদীরা নিরীহ মানুষদের হত্যা করে কি সুখ পায়?
কেন সৎপথে চললে আজকের দিনে ভাগ্যে শুধুই জোটে লাঞ্ছনা-গঞ্জনা?
কেন গরীব মানুষের জীবন জুড়ে শুধুই বঞ্চনা আর বঞ্চনা?
কেন আজকের দিনে মানুষ, শুধু ছুটছে টাকার পিছনে?
টাকা ছাড়া আর অন্য কোন সম্পর্কের দামই নেই মানুষের জীবনে?
কেন পণের লোভে বধূকে হত্যা করা হয়?
কেন বৃদ্ধাশ্রম আজ বৃদ্ধ পিতা-মাতার শেষ আশ্রয়?
কেন মানুষ মানুষের রক্তে হাত রাঙায়?
কেন কেন কেন! এইসব কেন-র উত্তর কে দেবে আমায়?

Exit mobile version