স্মৃতির আঙিনায়
-তোফায়েল আহমেদ
স্মৃতির আঙিনায় স্মরণের দরজা খুলে করুণ
সুরে যে ডাকে,
সেতো আর কেহ নয়, খুব করে চিনি তাকে
একদিন ছিল সে আমারই শাখে।
পরদেশীর হঠাৎ প্রেমে পড়ে,লোভ ও মোহের
কাঁধে চড়ে,
দেশ থেকে দেশান্তরে, নিজেকে হারিয়ে নীল
বেদনার রসায়নে এখন ঝরে।
যখন তোমার কেউ ছিলনা, তখন ছিলাম
অমূল্যধন আমি,
অর্থের ঝড়-বন্যায় ভাসিয়ে নিলো তোমায়
ভুলে গেলে আগের পাগলামী।
তোমাকে চিনেছিলাম আমি, কিন্তু, জানিনি
অজানাটাই ছিল ভুল,
সাপ নাই, তার বিষ রয়ে গেছে, যন্ত্রনা দিতে
এখনো হৃদয়ে খাও দুল।
খবর নিয়েছি তোমার,ভালো নেই তুমি নদীর
ওপারের বসবাসে,
বিলাসী জীবনের চলন আছে, অর্থ-যশ আছে
আপন নেই তোমার হৃদয়ের সহবাসে।
তোমার ভালোবাসা ছিল ছায়াছবির অভিনয়
সবিনয় তাতে ছিল না,
হৃদয় ছিল তোমার বরফের চাকা, পরদেশীর
বাতাসে গলে,করলে ছলনা।
মন্দ হোক ভালো হোক হৃদয়ে ছিলো তোমার
আশা ভালোবাসা,
ভুলতে পারিনা,আবার সইতে পারিনা,স্মৃতির
আঙিনায় চলে শ্যামের পাশা।