শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু

শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু

-নীলোৎপল সিকদার

 

 

হে প্রেমদাতা কলিহত জীবত্রাতা
সর্বকারণের কারণ জগদীশ
দ্বাপরে শ্রীমুখে বলেছিলে
“এক দেহ আস্বাদনে রস নেই বিলাসনে
সে কারণে দেহ হলো ভিন্ন “…

সেই তুমিই আবার কলিতে
দুই দেহ এক করি
হলে প্রেমদাতা গৌর হরি
এ কথা বলেছেন তব ভক্ত
সাধু গুরু বৈষ্ণবে শাস্ত্র বিচারী…
হলে তুমি প্রেম দাতা দয়াল গৌর হরি…

তুমি তো দিয়েছ ঘুচিয়ে
অভিশপ্ত চতুরবর্ণ বিভাগ
নিয়ে এসেছ সব মানুষকে
মানবতার মহান এক কাতারে,
শ্রীমুখে বলেছ
মানুষে মানুষে নেই কোন ছোট বড়
স্পৃৃশ্য অস্পৃশ্য উঁচু নীচু ভেদাভেদ,
শুনিয়েছ এ পবিত্র কথা বারেবারে
তোমার অসীম করুণার সুরে…

প্রকৃত মানুষ হওয়ার মহান বাণী
হে পরম দয়াল তব শ্রীমুখে শুনি
“তৃণাদপী সুনীচেন তরুরীব সহিষ্ণুতা অমানেনো মানে দেনো কীর্তনীয়া সদা হরি ”
তব শ্রীমুখে শুনি এ মহান অমৃত বাণী…

কি মধুুর করেই দিলে এ অমৃত শিক্ষা
বিনয়ে তৃণের থেকেও নীচু হও
বৃক্ষের মত প্রতিবাদহীন সহিষ্ণু হও
কোন মানুষকে ঘৃণা করো না
যার কোন সম্মান নেই তাকেও
সম্মান করো–মানুষের মর্যাদা দাও
কি অপূর্ব তব শিক্ষা বাণী হে দয়াল…

আজ তাই দেখি যে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা
ভক্তিতে নিস্কাম পরম বৈষ্ণব
সেই গুরু হয়
কিবা হাড়ি কিবা মুঁচি অথবা চন্ডাল…

তুমি তো এনেছ গোলকের
গোপন ধন কৃপা করে
কলিহত জীব উদ্ধারে
মধুর ” হরে কৃষ্ণ ষোল নাম বত্রিশ অক্ষর ”
কেঁদে কেঁদে বিলিয়েছ তা প্রতি ঘরে ঘরে
হে পরম করুণাময় তব কৃপা অপার…

বাংলা সাহিত্যের অচল অন্ধকার যুগে
তুমিই একমাত্র ছিলে বাংলাভাষার কান্ডারী
বাংলা ভাষা প্রদীপ জ্বালাতে কত করুনা তব…

হে পরম আরাধ্য পরমেশ্বর
মধুর কৃষ্ণ নাম মহামন্ত্র দাতা
তব অপার করুণার কৃপায়
আমা হেন পতিতকে উদ্ধার করো…
হরে কৃষ্ণ

Loading

Leave A Comment