সরীসৃপ

সরীসৃপ
-কৃষ্ণ বর্মন

 

 

কথা ছিল অনেক কিছু লেখার।
লিখিত চিহ্নগুলি ভষা হোক বা না হোক
বুঝে নেওয়ার দায় তো বর্তমানের কারোর ছিল না।
হাজারো বছর পরের ঐতিহাসিকদের
গবেষণার রসদ হয়ে থাকতে পারতো লেখাগুলি।
অথচ কেউ লিখল না।
কিছুই লিখল না।

এই সময়ের স্বাক্ষর
কোনো দিনই আর খুঁজে পাওয়া যাবে না।
তবুও কারো কোনো হেলদোল নেই,
কোনো আফসোস নেই।
সবাই সন্তুষ্ট।
সবাই তুষ্ট।
অতএব আড়ষ্টতা ভাঙার সব দায়িত্ব থেকে
অব্যাহতি নিল লেখক।

Loading

One thought on “সরীসৃপ

Leave A Comment