Site icon আলাপী মন

স্বাধীনতা শুধু একটি দিনের

স্বাধীনতা শুধু একটি দিনের

-পাপিয়া ঘোষ সিংহ 

 

 

স্বাধীন দেশের নাগরিক আমি,
আছে মোর স্বাধীনতা,
স্বাধীন এদেশ দেখতে চেয়ে
সয়েছেন কত ব্যথা।

 

বিপ্লবী বীর সংগ্রামীদের
শ্রদ্ধায় স্মরণ করে,
স্বাধীন এ দেশ বুঝতে পারি
একটি দিনেরতরে।

 

দুইশত কাল স‌য়েছে ভারত
অধীন থাকার গ্লানি,
যাঁদের রক্তে এল স্বাধীনতা
মানি কী তাদের বাণী !

 

ক্ষুদিরাম,ভগৎ, বিনয়,বাদল
প্রীতিলতা, মাতঙ্গিনী,
তাঁদের মতো করে কি আমরা
ভারতকে মাতা মানি?

 

দেশপ্রেম বলে হয়না কিছু,
এখন যে দেশ স্বাধীন,
বিদেশি ব্যাংকে জমিয়ে টাকা
মানুষের মাথায় ঋণ।

 

তোষণ চলছে ধনীক শ্রেণীর
গরীব পড়ছে মারা,
শাসন এখন শোষণযন্ত্র
নীতিহীন দিশেহারা।

 

মানুষ এখনো অনহারে মরে
হারিয়ে যায় পরিচিতি,
জাতপাত আর বর্ণ বিভেদ
বেড়ে চলে নিতিনিতি।

 

শৈশব আজো হারাচ্ছে শ্রমে,
হাতে নেই বইখাতা,
নারী ধর্ষণ চলে অহরহ
হারাচ্ছি শালীনতা।

 

বাহাত্তরতম স্বাধীনতা দিনে
শপথ করি এসো সবে ।
আমার এদেশ প্রকৃত অর্থে
স্বাধীন ভারত হবে।।

Exit mobile version