একটি গোলাপ
-সুব্রত সামন্ত
ঝরে যাওয়া লাল পাপড়ির স্পর্শে
গড়িয়ে আসা মালভূমির মতোই—
আরেক ভালোবাসা।
অবুঝ প্রেমের স্মৃতির লোগো হয়ে
সে রাতের আলতো ছোঁয়ায় দেখেছি তোমায়
এঁকেছিলাম কল্পনার অজানা আদর,
রোদ্দুর হতে সেদিন রেখেছিলাম
তোমায় আগলে!
আজও শুকনো হতে দিইনি সেই থেকে—
যত্নের মুঠোকে বিঁধেছিলে এ দুষ্টু কাঁটা……
চিৎকার শুনছিল শুধু ঐ শান্ত উপতক্যা।
আজও ভূলিনি তোমার সেই ছোঁয়াগুলোকে
সেদিন শিহরনের মোহনায় ভেসেছি আমি—
অনুভব করেছি আরেক কোমল চুম্বনের
আজ প্রতিক্ষণে রোম্যান্স এর ডালে দেখি
ফুটন্ত আর একটি গোলাপকে