কন্যা তোর ভাগ্য নেইরে
-সানজিদা শোভা
রূপ আর গুণ থাকিলেই সুখী হওয়া যায়নে কন্যা,
ভাগ্য থাকা লাগেরে ভাগ্য।
দালানকোঠা, জায়গা -জমি,গাড়ী, সোনাদানা, থর ভরতি কাপড় থাকলেও সুখী হওয়া যায়নে কন্যা,
ভাগ্য লাগে ভাগ্য।
সব আছে তোর এ-কুল ও-কুল দুই কুলই তোর আছে
তবে সুখ নামের ঐ অচিন পাখি দূরঅজানায় বদ্ধ।
তোর চেষ্টা আছে ধৈর্য আছে,
নেই যে তোর ভাগ্য কন্যা।
ভাগ্য লাগেরে ভাগ্য
তোর নয়ন ভরা কাজল আছে চক্ষু ভরা জল আছে
বুকের মধ্যে হাহাকার আছে,
বেদনার গান আছে
মস্তিস্ক জুড়ে কাব্য আছে,
কোল জুড়ে নক্ষত্র আছে,
তোর দীঘল কালো চুল আছে, তোর খানিকটা রূপ আছে
তুই নাচতে জানিস,তুই দুঃখু নিয়ে হাসতে জানিস
তুই রঙ তুলির রঙ দিয়ে আলপনা আঁকতে জানিস..
তুই রাঁধতে জানিস চুল বাঁধতে জানিস..
ঘর কন্যার সবি পারিস।
তুই অপমান,অবহেলা অকারণে নিন্দা যত সব মুখ বুজে সইতে জানিস,
তুই আপন লোকের দেয়া যন্ত্রনা ভুলতে জানিস..
আর কি চাই তোর?
এই তো ঢের পাওনারে তোর সুখী হতে ভাগ্য লাগেরে কন্যা….
যা তোর নেই,,
তা নিয়ে কেনো এত হাহাকার করে মরিস?