Site icon আলাপী মন

প্রেম তুমি বদলে যাবে ??

প্রেম তুমি বদলে যাবে ??
-দীপালী পাল

জীবন মানে তো স্রোত!!
সেতো স্রোতস্বিনী নদী-
খরস্রোতে নৌকো বাই,
তুমি সাথে থাকো যদি।

 

বুড়ি হবো সাদা চুলে –
বয়সটা ছোঁবে আশি,
বদলাবে তুমি?আমি?
এই ভালবাসাবাসি?

 

বুড়ো হলে প্রেম দেবে?
এখন যেমন দাও?
চাঁদের আলো মেখে-
অজস্র রঙ সাজাও,

 

গল্প শেষে, ধুসর রং–
ইচ্ছেরা ধুলোয় মেশে,
প্রেম মরেনা কখনও!!
জ্বলে অবহেলা বিষে।

 

বাঁচার ইচ্ছে তো হয়-
স্বচ্ছ ভাবনারা থাক,
জীবন ঢললেও সই-
চিন্তা অন‍্যমাত্রা পাক।

 

আমি চোখের তারায়,
স্বপ্নের রঙ সাজাই-
চোখ বন্ধ করলেই,
সব রঙময় তাই।

 

বুড়ো আকাশ আজও!!
বৃষ্টিতে রামধনু আঁকে-
বুড়ি চাঁদ রাতভর,
জ‍্যোৎস্না ছড়াতে থাকে।

 

স্রোতেরই বিপরীতে,
মৃত‍্যু মুখে যদি হারাই —
ইচ্ছে খুশি ভেলা ভাসিও,
দ্ধিধার অবকাশ নেই!!

 

আকাশ তার চাঁদকে,
বুকেই লুকিয়ে রাখে-
বৃদ্ধা চাঁদ চিরকাল,
রামধনুর রং মাখে।।

 

প্রেম তুমি বদলাবে?
ইচ্ছে হয় একটু জানি-
তুমি বড় রহস‍্যময়,
একরোখা অভিমানী।

Exit mobile version