কবিতা

আরও কয়েক শো বছর পুড়ব

আরও কয়েক শো বছর পুড়ব
-সৌরভ ঘোষ

অমোঘ গন্তব্য ,
ফলস সিলিং পুড়ছে
খুলে যাচ্ছে অনিচ্ছার খিল
ঘরে ধোঁয়ার স্বপ্রজননশীল কমলবাগান, নিস্পৃহ সুবাস
আয়নার পেছনে আসঙ্গের তৃষ্ণা নিয়ে কে যেন বসে
তন্ময় প্রহরে বন্ধ দোর কড়া নাড়ে
কালসিটে কারুকাজ জানালার পাল্লাগুলো বিদ্রোহী
আর্তনাদ পুড়ছে
আমার নীরবতা ওদের কাছে অপ্রত্যাশিত
তোরা বেরিয়ে পড় বন্ধু
আমিই আয়নার পিছনে
বিলীন বিস্মিত দেশের প্রান্তিক নাগরিক।

নবজন্মে
সাদা ছাই থেকে ঠিক ভেসে উঠব
আবার নীলপদ্ম বুনব
আবার মেঘ পতাকার নীচে সৈকত গড়ব
বা খাণ্ডব বন
ক্রিস্টাল ঢেউ চূড়ায় ধৈর্য ধরব শেষ দাবানলের।

আধুনিক শব্দ তরঙ্গ বেয়ে ইথারে উড়ে যা
গাছ,পাখি,আসবাব
আমি ততক্ষণ সংগোপনে পুড়ি

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page