Site icon আলাপী মন

একটা প্রলয়ের প্রতীক্ষায়

একটা প্রলয়ের প্রতীক্ষায়
-রমলা মুখার্জী

একটা বড় ঝড় নামুক পৃথিবীর বুকে-
উড়ে যাক নাশকতা, সন্ত্রাস।
হানাহানির হাজিরা খাতায়
অনুপস্থিতির নীরবতায়
জীবন-মৃত জীব-কূল
শান্তিতে বাঁচুক।
লাল রক্তের বদলে
সবুজ বনের ছায়া নামুক…..
প্রচন্ড বেগে একটা প্রলয় আসুক
ওলট-পালট করে দিক সব
পৃথিবীর জ্বর কমে
শীতলতা ঘিরুক…..
মহাকাশের ময়লা যত
হয়ে যাক সাফ।
ওজনের সব ছ্যাঁদা রিপু হয়ে
লুপ্ত-প্রায় জীবেদের
জীবন জাগাক।
চরম পরিব্যক্তি একটা ঘটুক….
মানুষের জীবন থেকে
লোভ যাক বাদ।
নতুন সে প্রজাতি
পৃথিবীর সব কান্না মুছিয়ে
দ্বিধা,দ্বন্দ্ব,ভয় ঘুচিয়ে
ভালবাসার অক্সিজেনে
প্রতিটা ফুসফুস ভরাক

Exit mobile version