সেও বলে গেল
-স্বপন কুমার রায়
মাঝে মাঝে অদৃশ্য হয়ে ঢুকে পড়ি
তোমাদের ষড়যন্ত্রে ;
পলাশীর বিশ্বাসঘাতক কঙ্কালগুলি তখন লজ্জায়
ফিসফিস করে ,
যাবার সময় আমার বিস্ফোরিত মানব আত্মা
রেখেছিলাম ,গোপন অন্ধকার কুঠুরিতে
যেন,কখন জানি লখীন্দরের মৃত্যুর আগে
মনসা আমার আত্মা গিলে ফেলে ;
ফিরে এসে ছুঁয়ে দেখি গোপন কুঠুরি অভিশাপে ভর্তি ;
আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়
হূল ফোটান অজস্র স্বাধীন বোলতা,
দেশ বিক্রির দালাল আমি —
আমাকে আর সইতে পারে না আমারি দেশের মাটি,
আমার বৃত্তের বেষ্টনি স্বাধীন সংঘবদ্ধ প্রতিবাদী হাত
আমি নদীকে একটু দাঁড়াতে বলি,—
সে তখন আরও ভয়ার্ত মূর্তি
আমি সূর্যের আলোগুলো ধরতে চাই, —
সে তখন আমাকে পোড়াতে চায়
আমি বাতাসে ভয়ে ভয়ে কান পাতি ,—-
সে তখন আমার উপর গরম নিঃশ্বাস ফেলে !
আমি ভোরের অপেক্ষা করি ,
ভোরের সুমিষ্ট পাখিটিও কর্কশ সুরে আমাকে শাসিয়ে গেল ,
দ্বাদশীর ম্লান জোছনা আমার শিয়রে মৃত্যু
—– সে কথাই বলল !