Site icon আলাপী মন

প্রাপ্তি

প্রাপ্তি

-রীণা চ্যাটার্জী

অমৃত সম উপহার সম্ভারে তুই যে পরম প্রাপ্তি
তোর উপলব্ধিই হৃদয় মাঝে ভীষণ পরিতৃপ্তি,
বেদনা আমি সকল ভুলেছি তোরই মুখ চেয়ে
নিরাশারা নিয়েছে বিদায়, আশার শপথ গেয়ে।

প্রথম স্পর্শের মুহূর্ত স্মৃতিতে শিহরণে দেয় সাড়া
তুই যে আমার সকল দিশা, জীবনের ধ্রুবতারা।
তোর সঙ্গে কতোই অবোধ-আদুরে আলাপন
স্মরণে যে জাগিয়ে তোলে অবাক আলোড়ন।
পবিত্র আঁখির চাহনি ঘিরে ঋতুর যাওয়া আসা
শিশু হাসির মাদকতা অনুভবে পেল নতুন ভাষা!
আধো বুলির স্ফুরণটুকু প্রবল হরষ জাগিয়ে প্রাণে
তৃষ্ণা মনের মিটিয়ে দিলি অস্ফুট মাতৃ সম্বোধনে।

বাঁধন হারা বন্ধন মাঝেই থাক সারাজীবনের স্থিতি
সকল লক্ষ্যপূরণে থাকবো পাশে, দিলাম প্রতিশ্রুতি।
সহায় হয়ে দিয়েছিস প্রেরণা জীবনের প্রতিক্ষণে
চিরন্তন তোকেই যেন পাই আমার আত্মজা সম্ভাষণে।

Exit mobile version