Site icon আলাপী মন

আমি বেশ্যার ছেলে

আমি বেশ্যার ছেলে
-প্রবীর রায়

 

মাগো,সকলে বলে বেশ্যার ছেলে! বেশ্যা কারে কয়?
বল’না মাগো-বাবা কোথায়? কি আমার পিতৃপরিচয়?

মা কেঁদে কয়-শোনরে বাছা! তোর নেই কোনো দোষ!
বলছি তবে শোন! তোকে ঘিরে কেন সমাজের এতই রোষ?
ছোট্ট বেলাই সবই হারালাম,আপন করিলো পর!
কেড়ে নিলো আমার মাথার ছাদ! পথটা হইলো ঘর!
ভদ্র সমাজের মুখোশে ঢাকা, আসিলো এক নারী;
খাবারও দেবে থাকতেও দেবে, চড়লাম তাই গাড়ি;
সেখানে গিয়ে বেঁচে দিলো,ওই ব্যবসিকদের হাতে!
চললো ধর্ষণ উঁচু সমাজের, রক্ত ঝরা রাতে!
সভ্যরা এসে ছদ্মবেশে,শিশুকে করিলো ‘মা’;
পালিয়ে এলাম নরক ছেড়ে, ঢাকলাম নিজ গা;
জন্ম দিলাম তোকে আমি, সহ্য করলাম আঘাত!
কুমারী মেয়ের মা হওয়াতে, নড়লো সমাজের ছাদ!
মাগো আমায় ক্ষমা করে দাও, বলিবোনা আর কভু!
সমাজ কি বলে বলুক আমায়, তুমি যে আমার প্রভু।।

Exit mobile version