Site icon আলাপী মন

তুমি নেই

তুমি নেই
-সোহিনী সামন্ত

 

দিগন্ত দূরে তোমার মধুর বসবাস …

আমি জানি তুমি আর ফিরবে না…।।

তবু মনে স্ফুলিঙ্গের অবকাশ ,

আলোর দীপ্ত মৌনতা রয়েছে নির্ঝঞ্ঝাটে……।।

জানি তুমি ফিরবে না…।।

তবে আজও সোনালী গোধূলি পেরিয়ে ,

নগ্ন রাত্রি নামে …ক্লান্ত হয়ে …মন কষ্টে …।।

তুমি বলেছিলে রঙের রামধনু মনের কোণে চিরস্থায়ী…

তাই আজও ক্ষ্যাপা বুনোহাঁস রঙিন কানন ও তটিনীর

কূলে অপেক্ষায় রত …।।

তুমি আজ নেই …তবে মরাকান্না বিশ্ব যুদ্ধ আজ ও আছে…

অসীম আকাশের ও ভাগাভাগি হয় …দায় পরে …

আজ ও জনমানব হয় ক্ষিপ্ত ……

Exit mobile version