বাঁকা পথ

বাঁকা পথ

 -আব্দুল লতিফ মন্ডল

 

 

জন-বিস্ফোরণের রেলগাড়ি,

তারই মাঝে সল্প-সহনশীল মানুষ।

এগোচ্ছে যত, পিছোচ্ছে তত,

মানবিকতা আর মূল্যবোধ।

 আট হোক কিংবা আশি,

সমস্ত ফুলই তাদের কাছে বাসি।

টুকরো মানুষ, টুকরো জীবন,

মুঠোফোনেই বদ্ধ জীবন।

পাশের জনের পা মাড়িয়ে,

একটিবারও চায় না ফিরে।

ভার্চুয়ালে স্বপ্নের জাল,

সেখানেই শুধু ন্যায়-পরায়ণ।

নির্ভয়া হোক কিংবা পার্কস্ট্রিট,

স্ট্যাটাসের কল্লোল উঠবেই ঠিক।

রেল তো চলে সমান্তরালে,

তবে আমরাই শুধু বক্রপথে?

Loading

Leave A Comment