Site icon আলাপী মন

সবগুলো শব

সবগুলো শব
-সুদীপ্ত সেন

সেখানে সবটা শান্তি, সবগুলো শব
সেখানে আগুন পুড়ছে সকলে নিরব।

পাশের নদীর জল,ছাইরা ভস্ম সাজে
সাধুরা সুখটান দেয়, বিরতি কাজে।

কেও কাঁদেনা ওখানে, পারলে হাসে
আগুন পুড়ছে, আঘাত বাঁশে।

আমিও মাঝে মাঝে যাই শান্তি খুঁজি
আমিও সুখে দিই টান,চোখটি বুজি।

ওখানে নিজের ছেলেও হচ্ছে পাষাণ
আমি যার কথা বলছি বোধহয় শ্মশান!

Exit mobile version