Site icon আলাপী মন

পাতা

পাতা
-শচীদুলাল পাল

 

বেলপাতায় হয়রে পুজা তালপাতায় বাঁশি,
কলাপাতায় ইলিশপাতুরি খেতে ভালবাসি।
নিম তুলুসি পাতা নিত্যখেলে হয়না অনাসৃষ্টি,
পানপাতায় লজ্জা ঢেকে কনের শুভদৃষ্টি।
খেতে লাগে ভাল মাটীর ভাঁড়ে দইপাতা,
লজ্জায় মরে গায়ে হাত দিলে লজ্জাবতী পাতা।
কারি পাতায় সম্বরা, চাটনি ধনে পাতায়,
তেজপাতায় নাইরে তেজ কিইবা আসে যায়।
লাউ কুমড়ো মুলোপাতা শাকেদের দলে,
গাছের পাতা ঝরলে পাতা ঝরার দিন বলে।
মনের পাতায় অনেক স্মৃতি থাকে চিরদিন,।
চোখের পাতায় ঘুম খাতার পাতায় লিখি রাতদিন।
হাত পাতলে লজ্জা, কান পাতাকে বলে আড়ি,
বিছুটি পাতায় লাগলে ঘষা চল পালাই তাড়াতাড়ি।
আবদ্ধ সবাই ভব সংসারে ফাঁদ পাতার জালে,
পদ্মপাতায় জলের মতো জীবনটা টলমলে।

Exit mobile version