শরীর পিপাসী

শরীর পিপাসী

-মৌসুমী সাহা মহালানাবীশ

দুর্গা তুই আসিস না মা! ফিরে যা তোর ঘরে
এই শহরে যখন তখন নরখাদক আঁচড়ে পড়ে!

পড়নে তোর শাড়ি হোক,বয়স কম বা বেশি
মন তাদের বোঝেনা সে সব তারা যে শরীর পিপাসী!

উলঙ্গ তাদের মানসিকতা,লাজ নেইকো মনে
যেথায় দেখবে নারী শরীর,ছুটবে চাহিদা পূরণে!

নিরাপত্তা এই সমাজে বোবা পিচের রাস্তা
পিশাচ ভাবে মেয়ে মানুষের শরীর ভারি সস্তা!

নগ্ন ওদের সমাজ চেতনা,কাম রসেতে পূর্ণ
‘ধর্ষক’ নামে পাষণ্ডদের জীবন বুঝি ধন্য!

জানতে চায় আমার এ মন,রক্ত কেন ঝরে ?
একবারও তাদের মা-বোন’কে মনে কেন না পড়ে ?

লক্ষ্মীকে আনিস না মা! সরস্বতী থাকনা বাড়ি
একবার যদি ঠাওর পায়,তবে নেইকো ছাড়াছাড়ি!

কোথায় লুকোবি চাঁদপানা মুখ? ওমন ফুলের হাসি!
যতই হোক না মাটির শরীর,ওরা যে শরীর পিপাসী!!

Loading

Leave A Comment