Site icon আলাপী মন

হৃদয় পরশ

হৃদয় পরশ
-অমিতাভ সরকার

 

 

তুমি প্রেম কোরনা আমাকে—
সে যোগ‍্য আমি নই।
কামনার বেড়া জালে বিদ্ধ আমি
আরক্ত আভা সন্ধানী,
ঠোঁটেতে কাঁপন দেখি
গুনি
রেশমি চুড়ির রিনিঝিনি।
মাটিতে আঙুলের আঁচর খুঁজি,
গোপিনীর উত্তাপ!

তুমি প্রেম করোনা আমাকে—
শুধু ভালোবাসা চাই আমি,
দুটো হৃদয়ের মাখামাখি।
দুরন্ত কাঁপন ঝড়ে পড়ুক–
নির্ঝরের মত বাধাহীন উলঙ্গ বাতাসে। ঘাম গন্ধ ছড়াক
ফাগুনের আকাশে হেসে হেসে।
ভালোবাসা অনিঃশেষে–
বারবার আঘাত করুক
এই মোর প্রার্থনা তব কাছে।
দুটি হাত ভরে ভালোবাসা নিয়ে এসো মোর পাশে,
চুম্বন করি চরম পরশে!!

Loading

Exit mobile version