অনুচ্চারিত বর্ণমালা
-বিকাশ দাশ
আমার কথার ভেতর যে নদী পথ হারায়
তার জন্য রেখে যাবো আলো জ্যোৎস্নার ঝিলে ।
ছায়ার পাশে বেড়ে ওঠে অভিমান
তবুও বাড়ি ফেরৎ মানুষের পায়ে পায়ে
উঠে আসে নদী
গরুহীন গৃহস্থেও নেমে আসে গোধূলি ।
জলের ভেতর সূর্যকণা মৎস্যগন্ধা রূপে
খেলা করে একান্ত গোপন ।
তারপর সূর্যমুখে ছায়া নামে
ঝিঙে মাচায় বৃষ্টি মাখে রক্তবাহ নদী
গর্ভের ভেতর নেচে ওঠে শস্য ক্ষেতের অহংকার ।
অভিমান ফেলে যায়
অনুচ্চারিত বর্ণমালা লাঙ্গলের ফলায়