নদী ভাঙ্গন
-তোফায়েল আহমেদ
হৃদয়, রক্তক্ষরণের স্রোতে ভাসে,গর্জনে,প্রথম
ভালোবাসা হারালে,
চেতনায় নেশার পাগলামি চলে স্মরণের তৃষিত
দেয়াল জড়ালে।
পাগল পাগলীর লাগিয়া তিক্ত অপেক্ষা করে
পাগলীতো আসেনা,
জীবনের ভেতরে গন্ডগোল বাজিয়ে পাগলী
খুঁজে নিলো দূরে, রসের ঠিকানা।
আঁখিরই সব দোষ; সে নেশার মোহনায় পড়িয়া
হৃদয়কে টেনে নিলো,
হৃদয়তো গলিয়া,দুলিয়া,নদীতে দলিতে মথিতে
পিয়াসে জড়ালো।
চাতক ও মরূভূমি পরাজিত হয়েছে পাগলীর
পিপাসার কাছে,
দৃষ্টি গরম বৃষ্টিতে বুকের আরশি ভাসিয়ে যায়
ঘুরে নিরাশার পাছে।
হৃদয়ের পাজরে ব্যথার সমাচার,শুনতে আর
ভালো লাগে না,
পাগল জীবন পাগলীর ঠিকানা খোঁজে অযথা
এ যেন লালিত ছলনা।
পাগল মন বুঝে না,বর্তমানটাকে চিত্তে খোঁজে না
অদ্ভুত চলমান অভিনয়,
নিভৃতে পাগলীর ঝড় তুফান ও নদী ভাঙ্গন চলে
এ যেন বন্দী নেশাখোরের মুক্তির বিনয়।