বেপরোয়া স্মৃতি
-অণুশ্রী দাস
চারিদিকে তোমার স্মৃতি আমাদের কত মুহূ্র্তের পালা গান বাঁধে,
বেপরোয়া বিকেলের নীলে একটা তারা অপেক্ষায় থাকে ছাদে।
উজাড় করা অভিমানে তোমার চোখের ভাষারা ধূসর তপ্ত ছাই,
হাজার আলোর গহীন অন্ধকারেই তোমায় নিজের করে পাই।
শরীরি স্পর্শের অনুভবে অনেক দিনের ধূলো সংসার পাতে,
নীহারিকার সীমন্ত ছুঁয়ে আমার ঠিকানা তোমারই মুঠো হাতে।
আমার ভোরের আকাশে স্নিগ্ধতা মেখে যদি একবার আসতে,
দুপুরের দগ্ধ ঘামে ভেজা কাপালে একবার যদি হাত রাখতে।
যদি না বলা ইচ্ছের মন পড়ে হঠাৎ হাজির হতে আমার কাছে,
তাহলে জানতাম বাস্তবের কঠিন বুকে জীবনেরও হৃদয় আছে।