Site icon আলাপী মন

সেই সে দিন

সেই সে দিন

-সীমা চক্রবর্তী

সেদিন জোছনা ভেজা রাতি,
তুমি ছিলে পাশে তে আমার
দু’চোখে ছিল নতুন দিনের স্বপন
এক হলো জীবন দু’জনার।
তোমার একান্তে এসে,
বলিলাম অতি সর্তপনে
“কথার মালিকা দিও,
যুগ যুগ ধরে রাখিব স্মরণে”।
সে দিন তোমার চোখে
ভালবাসা ছিলো কি, জানি না
জানি না কোনো সুর
তব মনো বীণায় বেজেছিল কিনা।
তারপর কেটে গেছে বহু বছর
ফুরায়েছে কতো মাধবী রাতি
তুমি ফিরো নাই
আমি একাকী নিরালোকে, ম্রিয়মান সাঁঁঝবাতি।
হয়ত সে ভালবাসা ছিলো
তোমার এক ক্ষণিক স্বপন – বিলাস
আজ তাই, নাই ছন্দ, নাই রক্তিম স্বাদ
নাই সেই মধুপের মাস।
গৌরী আকাশ নিঠুর নিসাড়
গহন দূখে মানিলাম পরাজয়
শেষ চেতনা দিয়ে রুদ্ধ করেছি দ্বার
শূন্য করি মনের সঞ্চয়।
সেদিনের জনতা মুখোর গৃহ-উৎসবে
লভেছিনু এক সুখ – পল্লবিতা
কোলাহল শেষে, আজ নিরালা ক্ষণে
রচিনু একটি কবিতা।

Exit mobile version