কবিতা

গিরগিটি

গিরগিটি
-শ্ৰী ভট্টাচার্য্য দে

রঙবদলের খেলাতে,
খেলার ছলেই কবে যেন সামিল হয়েছিলাম।
ঠিক মনে করতে পারিনা, তাই
কালের কালান্তরে বদলাতে দেখি,
আমার নিত্যদিনের রঙ!

তুমি বলেছিলে রঙ খেলা পছন্দ নয় তোমার।
তাই আবীর না,
প্রথম যৌবন রাঙা করেছিলাম তোমার রঙেই।
নেই রঙের রঙীন ক্যানভাসে তুমি এঁকে দিয়েছিলে-
একটা জ্বলন্ত ভিসুভিয়াস!
সমস্ত বুকজুড়ে দহনজ্বালা সাজিয়েছিলাম।
সে তো তোমারই জন্য, তবু
আত্মাহুতি নিয়ে কবে যেন চলে গেলে তুমি।
কেউ এসে ভিসুভিয়াস মুছে
নতুন করে এঁকে দিল সমুদ্র!
ভাবলাম প্রাণ জুড়োলো নাকি?
সাগর তখন বিশাল বুকে ডুবিয়ে নিল আমায়।
ভেসে ওঠার মরিয়া নীল চেষ্টা।
আবারও কেউ এসে নৌকা এঁকে দিল।
কিন্তু নোনাজলে সে তরণী মুছতে
সময় লাগেনি খুব বেশি।

রঙের খেলায় খেলতে খেলতে
নিজের রঙটাই ভুলে গেছি।
আজকাল শুধু বর্ণালী ছোঁয়ায়
বর্ণময় হয়ে উঠি নিত্য।

নতুন কোন ছবি খুঁজে পাওয়া গেল?

Loading

Leave A Comment

You cannot copy content of this page