Site icon আলাপী মন

মন কেমনের দিনে

মন কেমনের দিনে

-পাপিয়া ঘোষ সিংহ

আজকে প্রাতে সূর্যশিখা, দেয়নি আমাকে দেখা,
চারিদিকে সব থমথমে আজ, মুখ ভার করে আছে।
আজকে আমার লাগছে বড়ো মনখারাপের দিন,
বাজছে মনে করুণ সুরে, দুঃখ ব্যাথার বিণ।

দুচোখে অঝোর ধারায় শ্রাবণধারা ঝরে অবিরাম,
আজকে পাখি গাইছেনা তো মিষ্টি সুরে গান।
আজকে বাতাস দিচ্ছে না তো পাতায় হিন্দোল,
শ্বেত বলাকার নেই তো সারি, বাঁশের ঝাড়ে, ঝাড়ে।
অঝোর ধারায় আজকে শুধু শ্রাবণধারা ঝরে।

ফুলগুলি সব নেতিয়ে আছে, হাসছেনা খিলখিল।

কচিকাঁচা খেলছেনা কেউ, রাস্তায় নেই ভিড়,

এই মনখারাপের দিনে,নিজেকে নিই চিনে,

বড়োই একা,অসহায়, আর সুখ নেই তো মনে।

যদি হঠাৎ ফিরে পেতাম, স্বপ্নের সেই দিন,

সুখ সাগরে ভাসিয়ে দিতাম, মনখারাপের দিন।

Exit mobile version