Site icon আলাপী মন

সাম্প্রদায়িক

সাম্প্রদায়িক
-কৃষ্ণ বর্মন

 

 

যে সম্প্রীতি শুধু গানের সুরে বাঁধা
যে সম্প্রীতি কবিতার ছন্দে
কিংবা নাটকের সংঘাত দ্বন্দে
সেই সম্প্রীতি আমি চাই না।

সম্প্রীতির নামে যারা উদাহরণ দেয়
নজরুল কিংবা রবির
তাঁরা আসলে কবির বোঝে না
বোঝে কদর ছবির।

সম্প্রীতির জন্য তারা সর্বচারী সর্ব পথগামী।
তারা চাইলেই শান্তি নামে অশান্ত নগরে
তারা চাইলেই গ্রামের পথে পথে
সম্প্রীতি একতারা বাজায়
কিংবা কন্ঠ মেলায় জারি গানের সুরে।

না। আমি এই সম্প্রীতিও চাই না।
সম্প্রতি সম্প্রীতিকে যারা সম্পত্তি ভেবে
নিজেদের দাক্ষিণ্য দেখায় ধর্মীয় অনুদানে
কিংবা ধর্মনিরপেক্ষতার পদক্ষেপ করে মন্দিরে মসজিদে
আমি সেই সম্প্রীতিকেও ঘৃণা করি।

আমি সম্প্রদায়গত বিভেদ চাই
বিভেদ চাই স্বতন্ত্রতায়
বিভেদ চাই মৌলিকতায়।
আমি সংঘর্ষ চাই
চিন্তা,চেতনা আর বিশ্বাসে।
আমি বিজ্ঞাপন নয় বিদ্রুপ চাই
যারা ছবির সারিতে ছবি বসিয়ে
নিজেকে মানব ধর্মের প্রতীক ভাবে
তাঁদের বিরুদ্ধে।

আমি সত্যিই এই সকল সম্প্রীতি
আর সাম্প্রতিকদের বর্জন করেছি
কারণ আমি সাম্প্রদায়িক।

Exit mobile version