Site icon আলাপী মন

চোরাবালি থেকে দূরে

চোরাবালি থেকে দূরে
-রমলা মুখার্জী

পাখির তেল পালকে জল জমে না, গড়িয়ে যায়…..
কচুপাতার জলবিন্দুরাও
অস্থির, চঞ্চল,
ভীরুরা ভিজতে ভয় পায় ।
তোমার চোরাবালি প্রেমের মত
পিছলে যায়, ধরা দেয় না ।

ঝর্ণার স্রোতে মোমের প্রলেপ ভেঙে আমি কাকভেজা…..
চঞ্চুতে তেল নিয়ে দেহে মাখি না-
নই পদ্ম পাতার জল,
প্রেমে উৎসর্গ জীবন
জানে আশাবরি – ইমন ।
জলকণা শুষে নেয় শরীর,
প্রতিটি জীবিত কোষ ।
চোরাবালি থেকে হাঁটি বহুদূরে
সহস্র রাগিনীর সুরে……..
সুঁদুরী – গরাণের গহীনে –
অঝোরে বৃষ্টি ঝরে যেখানে ।

Exit mobile version