Site icon আলাপী মন

শারদীয়া

শারদীয়া
-সৌরভ ঘোষ

 

 

আবার এক বছর পর দেবীর সপরিবার মর্ত্য বিহার,
অনাথ রাস্তা গাড্ডা ভরা,ধোঁয়ায় ঢাকা ধুলোর পাহাড়।

নামী রাজপথে কত হুল্লোর,রোগীরা আটকে জ্যামে,
পুলিশের হাতে বিবস চালান,বিশ্রাম নীল ভ্যানে।

পাঁচদিনের যোগ বিয়োগ প্ল্যান ,পকেট নিকষ শূণ্য,
সুইফটের ই.এম.আই ওভার ডিউ,সার্বজনীন দৈণ্য।

ঘেরা কেবিনে তরুন তরুনী,লাইট ডিনারে প্রেম ফ্রী
মুদির দোকান এফ.এল সপ, বেসুরো মাতাল সুশ্রী।

বাইকের শব্দ লড়াই,সংসাপত্র- অকাল মরন
স্পীকারে মেজাজী গান ,কাসের বনে বেদাগ নাচন ।

দেবীর হাতে প্রগতির অস্ত্র,চোখে অদৃশ্য ঠুলি
পিছন দিকে শুকনো কাদা,অসুরের চোখে কালি…

Exit mobile version