তুমি
-সৌপ্তিক কুমার মান্না
তোমার জীবন গোছানো।
গড়পড়তা মানুষের ধারণা অনুযায়ী
তুমি গোছানো, কারণ – তুমি প্রতিষ্ঠিত।
তবে, “যা বলে বলুক লোকে” –
আমার চোখে তুমি বড্ড বেশি অগোছালো।
দুরন্ত-অশান্ত আর খাপ ছাড়া।
তোমার মাথার উপর উন্মুক্ত আকাশ
তবে সেটা নীল নয়,
বরং কালো চাঁদোয়ার সেই আকাশে
জ্বলে কয়েকটি তারা, ক্ষীণ-জীর্ণ,
আজ পুরাতনের দলে।
ভোরের আলো তোমার কাছে অস্পষ্ট,
আঁধার রাতের পথ ধরে হাঁটতে চাও তুমি,
নীরবতার মাঝে খোঁজো
একটুকরো কথাকে। খোঁজো কিন্তু পাওনা,
আর তাই তুমি উন্মাদ ।
উন্মত্ত তোমার জগতের সব কিছু-
যা একান্তই তোমার নিজের।
প্রেমের যে উচ্চণ্ড রূপ তুমি দেখিয়েছ
তাতে বাঁধা পড়েছি আমিও।
যেখানে ভালোবাসার ভেলায় ভেসে গেলেও
কূলে তরী ভেড়ানো যায়।
প্রেম জোয়ারে জীবন অতিষ্ঠ হয়ে উঠলেও
পাওয়া যায় এক শান্তির আবেশ।
যা বোঝানো কঠিন। বোঝাবেই বা কাকে?
আমি ও তাই চুপ আজ।
শুধু তোমার জগতের সাথে অভিন্ন হয়ে
আজ বাস করি, তোমারই সাথে –
এ জগত থেকে অনেকটা দূরে
এক শান্ত-শান্তির-সান্ত্বনার জগতে।।