Site icon আলাপী মন

নিত্যযাত্রী

নিত্যযাত্রী
-সমরেশ পর্বত

ব্যাস্ত শহর ব্যাস্ত সময়
ব্যাস্ত ঘড়ির কাঁটা,
সকাল হলেই তাড়াহুড়ো
পরের কাজে ছোটা।

 

বাসে ট্টামে উঠছি রোজ
ছুটছে গাড়ি কম,
ভিড় ঠেলে সব যাচ্ছি চড়ে
লাগছে খুবই দম।

 

কম টিকিটের এটাই জ্বালা
আমরা মধ্যবিত্ত,
ঘাম ঝরিয়ে পকেট বাঁচাই
টিকিট কাটি নিত্য।

 

সিট নিয়ে সব কাড়াকাড়ি
বসবে কে আগে,
দাঁড়িয়ে থেকে ধড়ে কোমড়
কতো রোগ জাগে।

 

অল্প মাইনের চাকুরী আমার
বাসের খোলেই থাকি,
নিত্যদিনের চেনা মুখ
সবাই সবার মনে রাখি।

Exit mobile version