Site icon আলাপী মন

স্বপ্ন

স্বপ্ন
-তরুনার্ক লাহা

 

 

ঘোলাটে চাঁদের দৃষ্টি নিয়ে
পৃথিবীকে দেখলেই
একটা অশরীরি ভয়
কন্ঠ রোধ করে আমার
ভেবেছিলাম স্বপ্নগুলো
ছড়িয়ে দেব মাঠে ঘাটে
উর্বর মানুষের মনে
জোছনার আলোতে পুষ্ট হয়ে
স্বপ্নগুলো ধীরে ধীরে
ডালপালা মেলবে পৃথিবী জুড়ে
যেখানে ষড় রিপু নিশ্চিহ্ন হয়ে
আশ্রয় নেবে শনির বলয়ে
স্বচ্ছ দৃষ্টি নিয়ে একদিন দেখি
স্বপ্নগুলো পড়ে পড়ে
হাহাকার করছে পথের ধুলায়
ষড় রিপুর চক্রবুহ্যে আমি শুধু
একা অভিমন্যু

Exit mobile version