নীল খাম
-আব্দুল লতিফ মন্ডল
তোর দেওয়া দুঃখদের,
উড়িয়েছি নীল খামে ভরে।
ধুলো জমা বইয়ের মলাটে,
অবশিষ্ট সমস্ত সুখ।
আকাশ এলো কাল হয়ে,
ঘনীভূত খামেদের মেঘ।
গগন কাঁদে অঝরে,
মুছে দেয় স্মৃতিকে।
রয়ে যায় ক্ষত,
অম্ল বৃষ্টির মতো।
সাহাজানের স্মৃতিও আজ,
রইল না অক্ষত।
তারও ছিল নীল-খাম,
হয়ত আমারই মতো।