বাঁচার অর্থ খুঁজতে হবে
-মাণিক দাক্ষিত
বীরত্বটা দুর্বলের ওপর দেখিয়ে
কর্তৃত্বের কাজটা চালানো সহজ।
তবুও দিব্যোক ঘোড়া ছুটিয়ে
অধিকার চায়—হোক না সব খরচ।।
পুঞ্জীভূত ক্ষোভ জমে দুর্বলের
অস্থাবর নিরাপত্তাহীন হৃদয়ে।
ঘুমন্ত শার্দুল জাগে
মহীপালের বিপদ সংকেত জানিয়ে।।
মানুষের জন্ম থেকে মৃত্যুর ইতিহাস
প্রায় দাঁড়ায় একই সীমায়।
তবুও বাঁচার ধরন খানিকটা
পুড়ে মরা পতঙ্গের নিংড়ানো অগ্নিশিখায়।।
যদিও জন্মের সহজ বেলায় বাঁচা খুবই সহজ,
তবুও মৃত্যুর পথে হাঁটা বেশই জটিল।
বাঁচার জন্য বাঁচা নয় কথাটা ভাবলেই
তৈরী হয় হিজিবিজি একরাশ দলিল।।
লুকিয়ে থাকা বাঁচার অর্থ
খুঁজতে হবে পূর্ণিমার আলোয় ,
কিংবা কাটফাটা রোদে ;
যেখানে অজস্র মাথার খুলি
বাতাসের সাথে শিশু হয়ে কাঁদে।
কৃতজ্ঞচিত্তে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।
অশেষ শুভ কামনা
অসামান্য আরো একটি লেখা !
প্রণাম দাদা.