Site icon আলাপী মন

বিষয়ের বিবাহ

বিষয়ের বিবাহ
-সোহিনী সামন্ত

 

 

গোলাপের দুঃখ বোঝেনি কেউ …

কেনই বা বুঝবে ! গোলাপের যৌবন এল…বেমালুম “বিষয়”

নামক কাঠগড়ায় সে বন্দী হয়ে দাড়িয়ে রইল …

গোলাপের যৌবন চেয়েছে কুঞ্জবনের মাদকতা… কিন্তু দুর্ভাগ্য …

বিবাহ হল তার “সম্পত্তি ” নামক কাঁটাতারের সাথে …সম্পত্তি

এঁকেবেঁকে কেবল ছিন্নভিন্ন করল গোলাপের যৌবন …শেষে

শান্তির ক্ষয় হল ভ্রান্ত ধারণায় …

প্রেমের ঠিকানায় বিষের আধিপত্য …

সম্পত্তির গরলগ্রাসে মৃতপ্রায় গোলাপ ,

পায়নি কোন মনের অন্তিম সত্য…

কঠিন বাস্তবতায় সম্পত্তি প্রদান করে মরণের ফাঁদ…

মনের ফকির বড্ড স্বার্থপর …,

নির্ধিদায়ে পায় গরল আস্বাদ …।

Exit mobile version