কবিতা

লজ্জা

লজ্জা
– অঞ্জনা গোড়িয়া

এ কেমন চরম লজ্জা !
অকালেই সাজানো শয্যা।
জীবনটা একপলকেই শেষ
তরুনতরুনীর প্রতি কেন বিদ্বেষ?
একটু মনের দাবীই তো ছিল
তাই বলে কি এভাবে চলে গেল?
এ অন্যায় এ অত্যাচার কেন ?
পেলো না এত টুকু কারো স্নেহ?
পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত
ন্যায্য দাবীতে শহীদ হলো কত?
বুঝি না কোথায় সব বুদ্ধিজীবি?
প্রতিবাদ ,আরো হোক নব বিধি,
কত তাজা তরুনের রক্তে ভাসল
এ মাটি আজ রাঙা হয়ে উঠল।
শূন্য হাতে জ্ঞানশুন্য মাতৃকোল
হাহাকার ধিৎকার আর হট্টোগোল।
আমরা আজ কোথায় চলেছি?
ভবিষ্যৎ নিরাপত্তায় কি পেয়েছি?
কি রেখে যাবো সন্তানদের জন্য?
ধন্য বাংলা ,হয়েছি আমরা বন্য।
বিচার করো হে প্রতিবাদী বঙ্গবাসী,
প্রেম প্রীতি শান্তি আর ফিরুক

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page