মুছে যায়নি আজও সমস্ত কুসংস্কার

মুছে যায়নি আজও সমস্ত কুসংস্কার।
-অজয় চৌবে

 

 

একই পৃথিবী একই আকাশের নিচে আমাদের একসাথে পাশাপাশি মিলেমিশে বসবাস,
তবুও কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীটা এক নয়–টুকরো টুকরো খন্ড বিখন্ড আমাদের মনের আকাশ।
সত্যি বড়ই আজব অদ্ভূতুড়ে আমাদের প্রচলিত প্রথাগত কুসংস্কার,
পরিচয় মানুষ রক্ত লাল -তবুও জাতপাত উঁচুনিচু বর্ণবাদের ভেদাভেদে -আমরা ফালাফালা -জেরবার।
রাস্তা ফাঁকা নেই কোনো যানজট,
তবুও কালো বিড়াল পথ কাটলে দাঁড়িয়ে পড়ি ঝটফট।

শিক্ষার নেই অভাব চারিপাশে ডিগ্রিধারীদের ছড়াছড়ি,
তবুও ভন্ড বাবাদের ঈশবর ভেবে চরণে খাই গড়াগড়ি।
ঈশবরের উদ্দেশ্যে আজও নিবেদিত হয় দুর্বল অবলা পশুপাখি-দের জীবন,
হাঁচি পেলে হয় যাত্রাভঙ্গ,-বিধবাদের আজও হয় -একাদশীর পালন।
আছে আছে,– আরো আছে,- বহুবিধ কুসংস্কার,-ভূত -প্রেত,ডাইনী,ওঝা,ঝাড়ফুঁক, কবচ,তাবিজ,মাদুলি বিজ্ঞানের অগ্রগতির যুগেও হয়নি এখনো পুরোপুরি সাফ – সাফাই,
সততা কঠোর পরিশ্রম নয়,- অদৃষ্ট ললাটলিখন অথবা ভাগ্যের উপরই অন্ধ ভরসা করে আমরা এখনও প্রায় সবাই জীবন নির্বাহ করে যাই।

Loading

Leave A Comment