আমার স্বর্গভূমি
-দুলাল সুর
আম কাঁঠালের বাগান ঘেরা
সবুজ চিত্রপটে আঁকা ছবি,
খড়ের চাল – মাটির দেওয়ালের
শান্তির নীড়, আমার স্বর্গভূমি।
মেঠো পথের দুপাশেতে সবুজ শষ্যভূমি
আলের বাম পাশে বয়ে চলেছে –
খরস্রোত বারিধারায়
আমাদের গ্রামের পয়মন্ত ছোট্ট নদী।
ছোট ছোট ডিঙি ভাসাই জলেতে
রুই, কাতলা, খলসে, পুঁটি আর জিয়ল মাছ ধরি,
নদীর শীতল জলে শরীর মন জুড়ায়
বারোমাস চাষের কাজেতে লাগে পানি।
নদী নালা আর সবুজে মোড়ান
বাংলার প্রতিটি গ্রাম,
নদীর বুকেতে খেলে পদ্ম, শালুক,
মাঝি নৌকায় করেন যাত্রী পারাপার।
গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষজনের
মনেতে থাকে না কোনরকম বিষাক্ত গরল,
যৌথ পরিবারের প্রতিটি সদস্য সহাস্যে জীবন কাটায়,
সুখ-শান্তি সদা বিরাজিত, সাধাসিধে অতি সহজ সরল।