Site icon আলাপী মন

মাগো কত কষ্ট তোমার

মাগো কত কষ্ট তোমার
-সুপ্রিয়া চক্রবর্ত্তী

 

 

মাগো এ তোমার কেমন ছেলে?
নাইবা পেটে জন্ম দিলে?
একবারও কি পড়লো না তার মায়ের কথা মনে মনে?
ধিক শত ধিক সন্তানেরে! যারা এমন কর্ম করে!
মানুষ! নাকি পশুর অধম?
মায়ের যারা রক্ত খেলে!!
লজ্জা! এযে লজ্জা আমার!!
লজ্জা সে যে সকল মায়ের!!
লজ্জা সকল নারী জাতির!
এমন ছেলে পেটে ধরে!!

পুরুষ! তুমি কেমন পুরুষ?
কারুর বাবা,কারুর স্বামী,কারুর ছেলে
নারী শুধুই ভোগের জিনিস?
নাকি শুধুই মাংস ডেলা
ছোট, বড়ো, কুঁড়ি, বুড়ি
কারুর ই তো নেই যে ছাড়া
মনুষ্যত্ব হারিয়েছে আজ
মূল্যবোধ আজ মূল্যহীন ই
এমনতরো লোলুপতা!
বৃদ্ধা মায়েও পায়না ছাড়া!!
হ্যাঁ ভগবান বলবো কি আর
ধরিত্রী মা দু ফাঁক হও
তোমার মাঝে লুকাই নিজে
সীতার মত সকল নারী
নিজের মরণ খুঁজুক নিজে
পৃথিবী হোক নারী হীনা
শূন্য হোক এই পৃথিবী!!

Exit mobile version