শ্রাবণ
-পলি ঘোষ
মন জুড়ে দেখি আজ শুধুই শ্রাবণ l
অন্তরে তাই আজ আনন্দের শিহরণ
মন হয়েছে আজ তাই বাউল বাতাস l
আকাশে আজ চোখ পড়তেই দেখি উড়ছে শঙ্খ চিল
আমিও ময়ূরপঙ্খী নায়ে ভেসে চলেছি অজানা পথের তরে
নীল আকাশের বুকে দেখি তাই আজ মেঘের আনাগোনা l
কানে যেন তাই ভেসে আসছে কলকাকলির ধ্বনিl
দেখি ফ্যাকাশে আকাশে
পাখিরা আজ পাখনা মেলে ধরেছেl
তাই আজ গোটা বিশ্ব নিথর নিশ্চুপl
মনে হচ্ছে একটু পরেই ঝড় উঠবেl
কখনো দেখি আকাশ জুড়ে লাল
বহ্নির রকমারি ছটা ফুটে উঠেছেl
দেখে আমার মন ভরে গেছে আহ্লাদেl
সন্ধ্যার আহ্বানে দেখে মন মুগ্ধকরl
তাই আজ আমার মনে
আলোর স্রোতে পাল তুলেছে
হাজার প্রজাপতিl