Site icon আলাপী মন

উপরে উঠতে হলে

উপরে উঠতে হলে
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

উঠতে উঠতে অনেক উপরে উঠে গেছো
এবার একবার ঘুরে দাঁড়াও,
দেখো কটা সিঁড়ি পার হয়ে এলে
সঙ্গীরা কে কোথায় দাঁড়িয়ে।

তোমার জন্য যারা বানিয়েছে
এই এতোগুলো সিঁড়ি
কিংবা নিজেরাই সিঁড়ি হয়ে দাঁড়িয়ে রয়েছে
একবার ঘুরে দাঁড়িয়ে দেখো
তারা কোথায় কতো নীচে পড়ে আছে।

এখন বোধকরতে পারছো তোমার একাকীত্ব?
অনুভব করতে পারছো তোমার নিঃসঙ্গতা?
এখন মনে হচ্ছে না তুমি বিচ্ছিন্ন?

এখন বুঝতে পারছো তো
উপরে উঠতে হলে একা নয়
সাথীদের সাথে নিয়েই উপরে উঠতে হয়?

Exit mobile version