Site icon আলাপী মন

ভালোবাসি

ভালোবাসি

-নীলোৎপল সিকদার

 

 

ভেজা পথে পা রাখতেই পিছল খেলো
পিছলে যেতে যেতে মেয়েটি বললো
ভালোবাসি
হঠাৎ দুটি কাক বৃষ্টি ভেজা ডানা
ঝাপটাতে ঝাপটাতে কা কা রবে ডেকে উঠলো
সর্বনাশের শুরু
কাদা মাখা পথে পিছলে যেতে যেতে
সর্বনাশ শুরু হলো…

হোঁচট খেতে খেতে মন বাউলা
যৌবনের মৌবনে বিভোর হয়ে
স্বপ্ন দেখলো
পলাশে শিমুলে রঙে রঙে ফাগুনে
বসন্ত উৎসব যেন না ফুরায়
জীবনে যৌবনে…

মেয়েটি যেতে যেতে পথে বারবার বলে
ভালোবাসি
কেন ভালোবাসে কখনো তা বলে না…
উত্তর মেলে না…
শুধু বলে ভালোবাসি-ভালোবাসি স্বপ্নে
দিবসে রজনীতে…

মুগ্ধ রাঙা আঁখি মেলে তাকিয়ে থাকে
আবেশে আবেগে
যৌবনের পাগলা ঘোড়া ছুটে চলে
ধুলি উড়িয়ে
দূর থেকে দূরে সুদূরে-তেপান্তরে
রূপকথা পারে…

মন্ত্র ধ্বনির মত কানে বাজে রয়ে রয়ে
ভালোবাসি
মেয়েটি পিছল পথে যেতে যেতে বলে
কেন ভালোবাসি তা জানিনে
শুধু জানি
ভালোবাসি…

Exit mobile version