Site icon আলাপী মন

ইন্তেজার

ইন্তেজার
-রমলা মুখার্জী

 

 

একটা সাদা পায়রা ওড়াবো চিল-শকুনের ভাগাড়ে……
মৃত – বৎসার কান্না – ভেজা মাটিতে দূষণের বিষ – বাষ্প।
জীবন, পবিত্রতা, সততার
কবিতায় ভরাবো প্রতিটি ল্যাম্পপোষ্ট, আকাশ, বাতাস।
যন্ত্রের যন্ত্রণার ঢেউ শহরের আনাচে – কানাচে……..
বেলা শেষে রক্তিম গোধূলিতে শবের স্তুপ সরিয়ে সবুজের গহীনে হাজার মাইল পথ হাঁটবো…..

বারুদের গন্ধে নয়
আমের ঘন ছায়ায়, বকুলের গন্ধে
বিশুদ্ধ অম্লজানে বাঁচতে চাই ।
কোজাগরী পূর্ণিমা বা ঈদের রাতে শান্ত পৃথিবীকে
ইমন – কল্যাণ নয় তো বেহাগে ভাসাতে চাই ।
ইন্তেজার, শুধুই ইন্তেজার সেই দিনটার ।

Exit mobile version