কোনো এক ১৫ই আগষ্টের ভোরে
-কাজল দাস
কোনো এক দিন প্রভাত ফেরীর সুরে ঘুম ভেঙে-
দেখবে; একজন বীর সন্ন্যাসী শান্ত গেরুয়া বসনে
দাঁড়িয়ে আছে আকাশের বুকে।
আর তার পাশে মাতৃ স্নেহে-
দাঁড়িয়ে যে নারী, তার আঙুলে ক্রুসের মালা,
শরীরে সাদা থান, প্রান্ত খানি নীল চক্রে সজ্জিত।
পায়ের কাছে সবুজ ঘাসের গালিচা পেতে-
অক্ষরে অক্ষরে ধানের ক্ষেত-
আর মাটির রঙ এঁকে চলছে,
কোনো এক পল্লী কবি।।