ক্রাইসিস

ক্রাইসিস
-সৌরভ ঘোষ

 

 

চোখের জল মুছতে গিয়ে টিস্যু পেপার গলে জল
পায়ের কাছে ধর্মীয় উৎসব মারামারি করে
কার্সার ব্লিঙ্ক করতে করতে থেমে যায়
সমস্যা সারানোর মিস্ত্রির স্ক্রু-ড্রাইভার ভোঁতা
সমাধানের আকাশ হাতড়াতে পতাকা পাই
নতুন সিম্বল,
বাস্তুবিদ্যার কোনো ছাপ নেই
শুদ্ধি করাও নয়,
পতাকার ভার্জিনিটি ভেঙে গুনিতকে জেরক্স করাই
হাতে হাতে ধরিয়ে দিতেই শ্লোগান
সমস্যা বেড়ে যায়,
টিস্যু পেপার বাড়ন্ত
উৎসব দরজার আড়ালে.

Loading

One thought on “ক্রাইসিস

Leave A Comment