দাও অনুমতি

দাও অনুমতি
-সত্যেন্দ্রনাথ পাইন

 

 

বলি বলি করেও বলা হোলো না শেষ কথা।
বিশ্বাসের গুপ্তঘরে বিরোধ
পূর্বানুমান করা উচিত ছিল
নি:সঙ্গতায় অনুভবে
ভাবা উচিত ছিল।
বিদেশি পথিক আমি। পথশ্রান্ত
পথক্লান্ত—অন্তর্দহনে
বিভ্রমের ডানায় জীর্ণ
নির্জন নিরিবিলি
ওহে নারী, ওগো স্বয়ংসিদ্ধা
তুমি কি দ্রৌপদী
তুমি কি কৃষ্ণা
তুমি কি পাণ্ডব ঘরণী
পাঞ্চাল রাজকন্যা পাঞ্চালি
চেতনার প্রতীকী ভূগর্ভস্থ আতস!

দরজা খোলো! ভেতরে যাবার অনুমতি দাও—-

Loading

Leave A Comment