Site icon আলাপী মন

দূরন্ত সময়ের সাথে

দূরন্ত সময়ের সাথে
-বলাই দাস

 

 

সকাল হতেই দেখি সূর্য দৌড়াচ্ছে
সঙ্গে সঙ্গে আমরা সবাই–
ঊষাকাল নেই, দুপুর নেই
জীবন ভর শুধু দৌড়ানো
কেউ বিদ্যাসাগর সেতু পেরিয়ে
কেউবা রবীন্দ্র সেতু পেরিয়ে
দৌড়াচ্ছে পোকামাকড়, সমগ্র পৃথিবী।
উদ্দেশ্যে সকলের একটাই—

খাইবার গিরিপথ বা হিন্দুকুশ পর্বত পেরিয়ে
এলোমেলো দৌড়াচ্ছে বুকের সে পাটা
পালিশ করা শব্দ ভাঙা চাঁদের ক্ষীণ আলো
গুমরে ওঠে দ্রাস, কার্গিল, পুঞ্চসেক্টর
ওহমের সূত্রের বিপরীত জন্মকথা।

একটু বিশ্রাম, নিস্তব্ধতা, স্বস্তির নিশ্বাস….
যখন পেন্টাগ্রাফ্ ভেঙে দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেন
মাঝরাস্তায় ঘন্টার পর ঘন্টা, ফাঁকা মাঠ,
ঘরে ফেরার দারুণ ব্যাকুলতা অস্থির সময়
আটকে আছে কালোরাত, ঝিঁ ঝিঁ’র করুণ ডাক
অসহায় নয়নজুলির শুকনো বাতাস
জটিল যৌগিক জীবন কিছুতেই মিলাতে পারছেনা
দূরন্ত সময়ের সরল সমীকরণ।

তবু দৌড় অনিবার্য, থামবার নয়—-
কারণ পৃথিবী যে দৌড়াচ্ছে সৃষ্টির
আদিকাল থেকেই !

Exit mobile version