রংহীন রামধনু

রংহীন রামধনু
-সুব্রত সামন্ত

 

 

রংগুলো হয়েছে আজ রংহীন,
পর্দার আড়ালে দেখি –
শুধুই লাল রং এর প্রতিচ্ছবি।
তবে কী আকাশ মাঝে
আর সব রং গেছে হারিয়ে?
অস্তিত্বের মাঝে যাদের যাচ্ছে না দেখা।
বর্ষার অনুপস্থিতিতে ছিল কোথায়?
এই রংহীন আলো রশ্মি……
যা সমুদ্রের ডাকে মিশে যায়
লবনাক্ত জলের মাঝে।
পেছনে ফেলে রবির দেওয়া
আবছা আলোকে ফেলে ……….
মেশে রংহীন রামধনু।।

Loading

Leave A Comment